হরিনাকুন্ডুর ইউ.এন.ও সুস্মিতা সাহা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের পাশেবসে ক্লাসে অংশ নিলেন

261

হরিনাকুন্ডুর ইউ.এন.ও সুস্মিতা সাহা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের পাশেবসে ক্লাসে অংশ নিলেন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী অফিসার জনাব সুস্মিতা সাহা বুধবার হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আকষ্মিক পরির্শনে যান। এসময় ৮ম শ্রেণীর ছাত্রীদের সাথে বেঞ্চে বসে শ্রেনি কার্যক্রম অবলোকন করেন। এক পর্যায়ে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। প্রথমে শিক্ষার্থীবৃন্দ ইউএনও মহোদয়কে ক্লাসের বেঞ্চে বসতে দেখে অবাক হলেও পরক্ষনেই তার মমত্ববোধ দেখে ছাত্রীরা আবেগ আপ্লুত হয়ে পড়ে। ইউ.এন.ও মহোদয়ের পাশে উপবিষ্ট ছাত্রী শ্রেয়া ক্লাস শেষে বাসায় ফিরে বাবা মায়ের কাছে আবেগ জড়িত কন্ঠে শিশু সুলভ ভঙ্গিতে তার অভিপ্রায় ব্যক্ত করে এই ভাবে ” আব্বু ইউ.এন.ও হতে হলে কি বীজ গণিত ভাল জানতে হয়?” তার শিক্ষাবীদ বাবা হাসির ছলে বলেন, না মা যারা সকল বিষয়ে অল রাউন্ডার অর্থাৎ মেধাবী তারাই সৃষ্টি কর্তার আর্শীবাদে জীবনে এমন বড় কিছু অর্জন করতে পারেন। ধন্যবাদ শিক্ষানুরাগী সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা মহোদয়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here