হরিণাকুন্ডুতে রাতের আধারে দূর্বৃত্তরা কেটে দিলো ফসল
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের ৪ কৃষকের তামাক ও রসুন কেটে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা, মালিথা পাড়ার রশিদ মোল্লা, ইসলাম মন্ডল, সহর মন্ডল সহ সবুজ মিয়ার ফসলের ক্ষেত শনিবার রাতের আধারে দূর্বৃত্তরা অনেক জায়গায় কেটে নষ্ট করে দিয়েছে। ওই ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ঝিনাইদহ অনলাইনকে বলেন সাদেকুর রহমান রিপন বলেন প্রায়ই আমার সমর্থকদের একের পর এক ক্ষতি করে যাচ্ছে কারা নির্বাচিনের আগেও আমার সমর্থকদের গরু ছাগল রাতের আধারে চুরি করে নিয়ে গিয়েছে, এবং এই জমির ফসল নষ্ট করার ঘটনার ৫দিন আগে আমার সমর্থকদের একটি ছাগল চুরি সহ রাতের আধারে বিভিন্ন ভাবে _জ্বালাতন_ করে, তাই আমি থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া করছি।