হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের ধান পুড়ে ছাই!

343
হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের ধান পুড়ে ছাই!
রাকিব রায়হান, হরিণাকুন্ডু 
ঝিনাইদহের হরিণাকুন্ডেুর নিজতোলা গ্রামে বজ্রপাতে শেষ সম্বল ধান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিজ তোলা গ্রামের অসহায় ধান চাষি রিয়াজুল ইসলামের জাড়ো করা ধানের গাদায় বজ্রপাত পড়ে আগুন ধরে যায়।
কৃষক রিয়াজুল জানান, ৫০ শতক জমির ধান কেটে এক যায়গায় জড়ো করা ছিল। হঠাৎ শুক্রবার রাতে তার ধানের গাদায় বজ্রপাতটি পড়ে। ফলে সমস্ত ধানে আগুন ধরে যায়। এতে তার ধান পুড়ে ছায় হয়ে যায়। বজ্রপাতে তার শেষ সম্বল টুকু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার বৎসরের খাবারের সংকট দেখা দেবে বলে তিনি আরো জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here