হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নয়ন নামের এক যুবক
নিজস্ব প্রতিবেদকঃঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় নয়ন নামের এক মোটরবাইক চালক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত নয়ন উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে বলে জানা গেছে। শুক্রবার রাতে হরিনাকুন্ডুর তেতুলিয়া মোড়ে ভ্যান গাড়িতে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়লে মটর সাইকেল চালক গুরুতর আহত হয়। পথচারীরা আহত নয়নকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানেই তার চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গরু বোঝাই একটি আলমসাধু বেপরোয়া গতিতে চালানোর ফলে এ দুর্ঘটনার শিকার হয় নয়ন। এ ঘটনায় মোড়ে দাঁড়িয়ে থাকা এক ভ্যানচালকও আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে ভ্যান ও মোটরসাইকেল। তবে নিয়ন্ত্রণহীন গরু বোঝায় আলমসাধুটি পালিয়ে সক্ষম হয়েছে গেছে বলে জানা গেছে।