নবাব শিকদার, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা আ’ লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী,পূষ্পমাল অর্পণ,স্মৃতিচারণ মূলক আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসুচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ । সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেন উপজেলা আ’ লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এর আগে সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আবস্থিত জাতির জনক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এরপূর্বে দলীয় কার্যালয়ে মাওলানা তৈয়বুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও আলোচনা সভা করা হয় । বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা আ’ লীগ সভাপতি মোঃ মশিউর রহমান জোয়ার্দ্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের মাননীয় সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি । এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগে সহ- সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল,ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম , সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি সাব্দার রহমান , এ্যাডঃ আব্দুল আজিজ , ইউনিয়ন আ’ লীগ সভাপতি ফজলু মালিতা,আব্দুল মজিদ , সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী,রঘুনাথপূর আ’ লীগ সভাপতি বাবু শুশীল কুমার,ভায়না আ’ লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান , জোড়াদাহ সভাপতি জহির রায়হান , ফলসী আ’ লীগের সভাপতি ছমিরুল ইসলাম,জাতীয় সংসদ সদস্যর প্রতিনিধি কামাল হোসেন , যুবলীগের পৌর সভাপতি আব- সাইদ টুনু , শ্রমীক লীগের আহবায়ক আব্দুল হান্নান,সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিগ্যান আলী প্রমূখ। আনন্দ উৎসব আলোচনা সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’ লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে । আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানিয় শিল্পিরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতায় ।