মাস্ক না পরায় ঝিনাইদহে লাখ টাকা জরিমানা

434
মাস্ক না পরায় ঝিনাইদহে
লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসক মনিরা বেগম এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি গনমাধ্যমকর্মীদের জানান, জেলায় করোনার সংক্রমন রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫ টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাস্ক না পড়া, স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৪৮৭ টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের বিচারক। তিনি এ সময় মাস্ক বিতরণ করেন। অভিযানের সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here