টিউবওয়েল মার্কায় ৭৯ ভোটে জয়ী হলেন মেহেদী জামান মনির
ঝিনাইদহ প্রতিনিধি :
ইউনিয়ন নির্বাচনে দ্বিতীয় ধাপে কালীগঞ্জ উপজেলায় ৯ নং ইউনিয়ন থেকে বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম আজাদ।
নানা জলপনা কল্পনার অবসান ঘটিয়ে ২নং অবসান ওয়ার্ড থেকে মাত্র ৭৯ ভোটে পাস করলেন মেহেদী জামান মনির।
মেহেদী জামান মনির বলেন,”আমার নিকটতম প্রর্থী হাসানুজ্জামান (ঝন্টু) মোরগ মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করেন।আমাকে হত্যা করার হুমকি ও দেন।আমার পক্ষ্যে যারা প্রচারণায় ছিলেন সবাইকে মারা হুমকি দিয়েছিলেন।
কিন্তু এই অভিযোগ মোরগ প্রতিক অস্বীকার করেছিলেন।
আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশিত হলে মেহেদী জামান মনির টিউবওয়েল মার্কা পান ৫৯৩ ভোট।নিকটতম প্রার্থী হাসানুজ্জামান ঝন্টু মোরগ মার্কা নিয়ে পান ৫১৪ ভোট।মোঃ নওশের আলী খান
তালা মার্কা নিয়ে পান ৪৫৬ ভোট।আবু সাইদ ফুটবল মার্কা নিয়ে ভোট পান ১৫৯।