বংকিরা গ্রাম থেকে গাভি গরু চুরি
সেলিম হোসেন মোল্লা, বংকিরা থেকে
ঝিনাইদহ সদর বংকিরা গ্রাম থেকে একটি গাভী গরু চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে বংকিরা ধোপাপাড়ার জাকির মিস্ত্রীর গোয়াল থেকে গরুটি চুরি হয়। জানা গেছে, প্রতিদিনের মতো জাকির মিস্ত্রি গোয়ালে গরু বেধেঁ শুয়ে পড়ে। ভোরে তার স্ত্রী নামাজ পড়ার জন্য ওযু করতে উঠে গরু দেখতে না পেরে তার স্বামীকে ঘুম থেকে ডাকে। অনেক খুজেও শেষমেষ গাভি গরুটি পাওয়া যায়নি। একমাত্র অবলম্বন চুরি হওয়ায় জাকির ও তার পরিবার পথে বসেছে। এদিকে নতুন বছরে গরু চুরির ঘটনায় গ্রামে আতংক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসি গ্রামে পুলিশ টহল জোরদার করার দাবী জানিয়েছে।