ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র
মতলেব মিয়ার স্ত্রীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
ঝিনাইদহ পৌরসভা প্যানেল মেয়র মতলেব মিয়ার স্ত্রী রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ঝিনাইদহ সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মরহুমার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ঝিনাইদহ শহরের পরিচিত মুখ আলম ইপিআর ও মিল্টনের আম্মা। এদিকে রাবেয়া বেগম এর মৃত্যুর খবর পেয়ে তার স্বজন ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে ছুটে যান। মরহুমার জানাজা ও দাফন অনুষ্ঠানের খবর পারিবারিক সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন নিকটাত্মীয় ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী এসএম বিল্লাহ রিন্টু।