ঝিনাইদহ জেলার বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

881

বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝিনাইদহ দপ্তরাধীন সকল সন্মানীত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের সক্ষমতা (ক্যাপাসিটি) বৃদ্ধির লক্ষে ১৮/১২/২০২০ ইং (রোজ শুক্রবার), ১৯/১২/২০২০ ইং (রোজ শনিবার), ২৬/১২/২০২০ ইং (রোজ শনিবার), ০২/০১/২০২১ ইং (রোজ শনিবার), প্রতিদিন সকাল ৭:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত ১৩২ কেভি মেইন বাসবার সম্পূর্ণ সাট-ডাউনে থাকবে। এলক্ষে বর্ণিত দিনগুলির উল্লেখিত সময়ে ঝিনাইদহ সদর উপজেলা সহ কালিগঞ্জ, কোটচাদপুর, মহেশপুর ও শৈলকুপা উপজেলার ওজোপাডিকোলিঃ এর আওতাধীন এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জাতীয় গ্রীডের উন্নয়ন মূলক কাজে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। প্রচারেকর্তৃপক্ষওজোপাডিকোলিঃ, ঝিনাইদহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here