ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা

209

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে “স্বাধীনতার
গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়াারম্যান কনক কান্তি দাস। বক্তব্য রাখেন, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আমির হোসেন মালিতা ও ঝিনাইদহ জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহামদুল্লাহ। বক্তাগন বলেন, বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস সংগ্রামের মাধ্যমে বিজয় নিশ্চিত করেন। এই যুদ্ধে ৩০ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়। যারা দেশের জন্য যুদ্ধ করেছিল, তারা জীবনের মায়া করেননি। আর মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে যারা ফিরে এসেছেন তারা বাঙ্গালী জাতীর অহংকার। অনুষ্ঠান শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহামদুল্লাহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here