ঝিনাইদহে বিএনপির জাতীয় বিপ্লব
ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহŸায়ক এ্যাড.এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ কামাল আজাদ পান্নু, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপপু ও জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল ইসলাম। বক্তারা বলেন ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখতে হবে। বিএনপি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার নামে মামলা প্রত্যাহার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনের যোগ দেওয়ার জন্য সকল দেশ প্রেমকি শক্তির প্রতি আহবান জানান।