ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, পিকআপ ভ্যান জব্দ

299

উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ মহসীন হোসেন (২২) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহসীন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামের হারুন মাতব্বর’র ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে। এসময় সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই আবু জার গিফারী, মাহফুজ হোসেন, এস এস আই প্রশান্ত কুমার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ী তল্লাসী করে উদ্ধার করা ২০ কেজি গাজা। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here