ঝিনাইদহে এসাইন পাওয়ার লিমিটেডের ডিলার পয়েন্টের উদ্ধোধন

105

ঝিনাইদহে এসাইন পাওয়ার লিমিটেডের ডিলার পয়েন্টের উদ্ধোধন

আহমদ জুয়েল: আজ সকাল ১০ টায় পাগলা কানাই মোড়ের আপন ঘর শো রুমে এসাইন পাওয়ার লিমিটেডের ঝিনাইদহ জেলা ডিলার পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মীর মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক পরিচালক আবদুল হান্নান বাবু, এসাইন পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার এ এম এস সালেকিন, এসায়ন পাওয়ার এর হেড অব মার্কেটিং সাইদুর রহমান, সাংবাদিক মাহমুদুল আল হাসান সাগর, উদ্যোক্তা রাজু আহম্মেদ পল্টন, নাজমুল আলম রিগান, আশরাফুল ইসলাম, সায়েদ মাহমুদ রাসেল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন পরিবেশ বান্ধব “হলো ইট” একজন সময়ের দাবী, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটি ও কাঠের ব্যবহার বন্ধ এখন অপরিহার্য হয়ে গেছে। “হলো ইটের” মেশিনারিজ, খুচরা যন্ত্রপাতি, বিক্রয়োত্তর সেবা এখন পাওয়া যাবে “মেসার্স মোস্তফা মটরসে” । পরিবেশের জন্য চরম ক্ষতিকর মাটির ইট পরিবেশে ভারসাম্য নষ্ট করে সেই সাথে দিন দিন মাটির চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাটির ফসলি জমির উপর চাপ বাড়ছে। এমতবস্থায় “হলো ব্লক ইট” দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। মেসার্স মোস্তফা মোটরসে “হলো ব্লক ইটের মেশিন, ভেকু, এসকেভেটর, বুলডোজার, রোড রোলার, খুচরা যন্ত্রাদি, বিক্রয়োত্তর সেবা সহ পাওয়া যাবে মেসার্স মোস্তফা মোটরসে। মেসার্স মোস্তফা মোটরস এর সত্ত্বাধিকারী সাব্বির আহমদ জুয়েল বলেন এসাইন পাওয়ারের মাধ্যমে ঝিনাইদহে ব্যবসায়ে নতুন দিগন্তের উন্মোচন হবে। বড় বড় মেশিনারি কেনার জন্য ঢাকা বা চট্টগ্রামের উপর নির্ভরতা কমবে। উদ্যোক্তা বা ব্যবসায়ীরা নতুন ব্যবসার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি সকলের কাছে ব্যবসা প্রসারে সহযোগিতা, পরামর্শ প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here