ঝিনাইদহের সবথেকে জনপ্রিয় ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা গ্রুপ অল টাইম বেচাকেনার উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরন

545

ঝিনাইদহ অনলাইন নিউজঃ

  1. ঝিনাইদহের সবথেকে জনপ্রিয় ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা গ্রুপ অল টাইম বেচাকেনার উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    পাগলা কানাস্থ অল টাইম বেচাকেনার অস্থাথী কার্যালয় আপন ঘর শো রুমে।
    উক্ত ইফতার মাহফিলে হতদরিদ্র , অসহায় মানুষের মধ্য ইফতার বিতরণ করা হয়।
    ইফতার মাহফিলে অল টাইম বেচাকেনা গ্রুপের এডমিন, মডারেটর, উদ্যোক্তা, সাংবাদিক সহ নিয়মিত ক্রেতাদের অনেকেই উপস্থিত ছিলেন।
    এডমিন সাব্বির আহমদ জুয়েল এর পরিচালনায় উপস্থিত চলে সিনিয়র মডারেটর মিনা জামান, সিনিয়র মডারেটর আফসানা লিজা, মডারেটর মাহমুদ আল হাসান সাগর, নবাব আলী, সোহানা নুর দোলন, সালমা খাতুন, মুন্নী আক্তার সাথী, শ্রাবনী, রিজভী ইয়ামিন, শিমুল হোসেন, সমীর সাকির, সাদিক আহম্মেদ রুবেল, হাফিজা সুলতানা, রিমা, আল আমিন প্রমুখ।
    সকলেই অল টাইম বেচাকেনা গ্রুপের সকল এডমিন, মডারেটর, উদ্যোক্তা, ক্রেতা, বিক্রেতা, শুভানুধ্যায়ীদের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here