ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কচুয়া বাজারে মদ সেবনরত অবস্থায় ৩’শ মিলি গ্রাম মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
হাসিবুল হাসান তন্ময়, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কচুয়া বাজারে মদ সেবনরত অবস্থায় ৩’শ মিলি গ্রাম মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কচুয়া তদন্ত কেন্দ্রের ইনস্পেকটর শামসুজোহা’র নেতৃত্বে এসআই আলমগীর হোসেন ও এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া বাজার থেকে মদের বোতলসহ তাঁদেরকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা’র পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২ হাজার টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। আটককৃত ব্যাক্তির নাম স্বপন মিয়া (২৮) তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার তেঘরিয়া গ্রামের নাম মতিন মিয়ার ছেলে।