জেলার ছয় থানা হবে ডিজিটালাইজেশন
পুলিশ সুপারের কম্পিউটার বিতরণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ঝিনাইদহ জেলার প্রতিটি থানা ডিজিটাল করা হচ্ছে। স্থাপন করা হচ্ছে নানা প্রযুক্তি। দক্ষতা বৃদ্ধির জন্য পুলিশ সদস্যদের দেওয়া হচ্ছে প্রশিক্ষন। এই কাজের অংশ হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জেলার প্রতিটি থানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছেন এবং প্রতিটি থানায় কম্পিউটার প্রদান করেন। থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে এই ল্যাব সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার জানান।