কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে
কোটচাঁদপুর থেকে:
মো: রোকনুজ্জামান – ”পারিবারিক সহিংসতা ইভটিজিং, বাল্যবিবাহ,আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতনকে না বলি’’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০শে নভেম্বর) বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরা বাসষ্ট্যান্ড চত্বরে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার (নিরস্ত্র) আব্দুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব খান হানিফ ।