কোটচাঁদপুরে প্রবাসী স্ত্রীকে কুয়ো থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার
মোঃ রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে–
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডের বড়বামুন্দাহ গ্রামের নিজ বাড়ির ময়লা পানি ফেলা কুয়া থেকে হাত, পা কজটেপ দিয়ে বাধাঁ অবস্থায় শাহানাজ পারভীন ২৮ কে উদ্ধার করেছে প্রতিবেশীরা।
স্থানীয়রা বলেন, ফজরের নামাজ পড়ার জন্যে ওজু করতে উঠলে চাপা আর্তনাদ শুনতে পাই। প্রতিবেশীরা শাহানজ পারভীন কে বাঁশের চড়াট দিয়ে ঢেকে রাখা কুয়া থেকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত ডাঃ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
প্রতিবেশী রা আরো জানান,, শাহনাজ পারভীন এর স্বামী ওহেদুল ইসলাম গত ৫ বছর ধরে মালোশিয়া থাকেন। এখানে তার সতীনের ১ টি ও নিজের ১টি ছেলে সন্তান নিয়ে বসবাস করেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান,, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তদন্ত করছি,, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।