কসাস’কে ৫-৩গোলের ব্যবধানে হারিয়ে টফি ছিনিয়ে নিলেন হেব্বি গ্রুপ।
নবাব শিকদার, ঝিনাইদহ অনলাইনঃ
শোক থেকে শক্তি,
ক্রিড়াতেই মুক্তি।
এই শ্লোগান কে কেন্দ্র করে আজ সকালে ঝিনাইদহ সরকারি বয়েজ স্কুল মাঠে ঝিনাইদহের দুই জনপ্রিয় সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এবং হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর মধ্যেকার এক জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ে হেব্বি গ্রুপ কসাস কে ৫-৩ ব্যাবধানে পরাজিত করে। হেব্বি গ্রুপ এর হয়ে গোল করেছে জাহান লিমন -১,মেহেরাব উদ্দিন -২, লিমন (২)-১ সাব্বির রহমান -১, খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় হেব্বি গ্রুপ এর লিমন (২)
খেলা শেষে হেব্বি গ্রুপ বিজয়ী ট্রফি নিয়ে উল্লাসে মাতে এবং হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে দুই দলের সকল খেলোয়াড় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।