আজ ঝিনাইদহে ৭ জন করোনা আক্রান্ত

306

উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
২৯ই মার্চ,ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৪১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ১৫ টি নমুনার রিপোর্টে নতুন ৭ জন আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সদরে ৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪১৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২২৭৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৪০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪১৮ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১২৬৯ জন,শৈলকুপায় ২৮৪ জন,হরিনাকুন্ডুতে ১২৮ জন, কালীগঞ্জে ৪৯৩ জন, কোটচাঁদপুরে ১৪০ জন ও মহেশপুরে ১০৪ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের এলাকাসমূহঃ
»সদর- (৭)
১.আরাপপুর(৩জন)
২.হামদহ
৩.মহিষাকুন্ডু
৪.অগ্নিবীণা সড়ক
৫.সদর হাসপাতাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here