আজ ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৫ জন

231

হাসিবুল হাসান তন্ময়, ঝিনাইদহ প্রতিনিধিঃ
২৩ ই জানুয়ারী,ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৩৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

শনিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ২৭ টি নমুনার রিপোর্টে নতুন ৫ জন আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে কালীগঞ্জে ৪ ও শৈলকুপায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৩৬ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২১৯২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৪০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩৩৬ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১২০৫ জন,শৈলকুপায় ২৮০ জন,হরিনাকুন্ডুতে ১২৪ জন, কালীগঞ্জে ৪৮৫ জন, কোটচাঁদপুরে ১৩৮ জন ও মহেশপুরে ১০৪ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের এলাকাসমূহঃ
»কালীগঞ্জ<৪>
মিঠাপুকুর ( ৪ জন)
»শৈলকূপা <১>
১.ত্রিবেণী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here