কে এম রুবেল বিশেষ প্রতিবেদক ঃ
মানুষ মানুষের জন্য এ কথা কে বাস্তবে রপান্তিত করলেন মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশন’এর প্রতিষ্ঠাতা শিল্পপতি জনাব নজরুল ইসলাম পাঠোয়ারী বাবলু, মহামারী করোনা পরিস্থিতি মানুষ যখন মৃত্যর মুখামুখি সারা দেশে সরকার ঘোষিত লকডানের কারনে যখন গ্রামের কেটে খাওয়া মানুষ কূর্মহীন অবস্থাই পরিবার পরিজন নিয়ে না খেয়ে অসহাই অবস্থাই নানা খারাপ চিন্তায় দিন কাটাচ্ছে ঠিক তখনি মানবতার জয়ের স্লোগান কে সামনে রেখে লকডাউন ও আসন্ন পবিত্র মাহে রমজান কে সামনে রেখে মানবতার হাত বাড়িয়ে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকানে গ্রামে গ্রামে সুমধুর আলোচনার মুখ্য পাত্র এখন মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশন’ এর সম্মানিত প্রতিষ্ঠাতা তরুন শিল্পপতি মানবতার ফেরিওয়ালা জনাব নজরুল ইসলাম বাবলু গতকাল ১০ এপ্রিল রোজ শনিবারে ফেনীর ফুলগাজী থানাধীন আমজাদ ইউনিনের কিলিদিঘি এলাকা ও পাশ্ববর্তী ৩/৪ গ্রামের অসহাই প্রাই ৩০০ পরিবার কে করোনা দূর্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমজাদহাট ইউনিয়নেরসেচ্ছাসেবী সংগঠন “মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশন’র”উদ্যোগর ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা নইসলাম পাটোয়ারী বাবলু’র আর্থিক সহায়তায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশন’উদ্দেগে
এই ইফতার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনে’র সদস্য শরিফুল ইসলাম পাটোয়ারী সাবলু, মোহাম্মদ রবিন মজুমদার, শাকিল, মিজান, পলাশ, বেলাল, মোশারফ, শরীফ, সাপাত, জয়নাল, হাসান ও কাদের সহ প্রমুখ
মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠাতা শিল্পপতি
নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু দৈনিক আলোকিত দেশ কে জানান, করোনা ভাইরাসের প্রভাবে মানুষজন যখন কষ্টে দিন কাটাচ্ছে। এই সংকটময় মুহুর্তে আমজাদহাট ইউনিয়নের মানুষের কষ্ট লাঘবের জন্য আমার পিতা তাজুল ইসলাম পাটোয়ারীর নামে গড়া মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ফাউন্ডেশনে’র পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, দরিদ্র, কর্মহীন ৩শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছি।
নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু’র এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।